এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালুর পাইকড় ইউনিয়নের প্রবীণ বিএনপিনেতা আশরাফ আলী গত রোববার রাতে বার্ধক্যজনিত কারণে আড়োলা গ্রামের নিজ বাসভবনে মৃত্যু বরণ করেছেন (ইন্না…রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মরহুমের নামাজে যানাজা সোমবার (২৫ জানুয়ারি) বাদ জোহর আড়োলা গ্রামে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জানাযায় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন, কাহালু উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মালঞ্চা ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ নেছার উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফরিদুর রহমান ফরিদ, পাইকড় ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, যুগ্ম আহবায়ক আবু তালেব সাকি, পাইকড় ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আবুল কাশেম মুঞ্জু, বিএনপিনেতা বাবর আলী, যুবদলনেতা জিল্লুর রহমান, আব্দুল মোমিন, মিনু, শামীম, ইমরান, ছাত্রদলনেতা ফাহিম আহম্মেদ সুমন প্রমূখ। মরহুমের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।