এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
উৎসব মুখর পরিবেশ এবং সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শনিবার বগুড়ার কাহালু পৌরসভার নির্বাচন।
নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মান্নান (ধানের শীষ) ৫ হাজার ৩২১ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ মনোনীত আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ (নৌকা) পেয়েছেন ৪ হাজার ২৯০ ভোট।
এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন, ১নং ওয়ার্ডে ইব্রাহীম আলী, ২নং ওয়ার্ডে আলহাজ্ব জাহেদুর রহমান, ৩ নং ওয়ার্ডে আরিফুল ইসলাম, ৪নং ওয়ার্ডে নজরুল ইসলাম সাইফুল, ৫ নং ওয়ার্ডে আব্দুল আলীম, ৬নং ওয়ার্ডে মোজাম্মেল হোসেন মোজাম, ৭ নং ওয়ার্ডে শাহজাহান আলী সাহা, ৮ নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন বাদল, ৯নং ওয়ার্ডে ইউসুফ আলী।
নির্বাচনের দিনে কাহালু সরকারি কলেজ সহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক ও বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম (বার)।
এ সময় উপস্থিত ছিলেন রিটানিং অফিসার ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম সহ নির্বাহি ম্যাজিস্ট্রেট, বিজিবি, র্যাব, ডিবি ও পুলিশের সদস্যবৃন্দ।