Read Time:1 Minute, 26 Second
এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের (জামুকা) সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের বিভিন্ন স্থানে জিয়ার নামে বিদ্যালয়ের নাম পরিবর্তন এবং সর্বশেষ জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত নিলেও বাংলাদেশের কোটি কোটি জনগণের হৃদয় থেকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না। সরকারকে এই ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন এমপি মোশারফ হোসেন।