স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা :
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে বগুড়ার ধুনটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগ।
রোববার (৬ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি ধুনট বাজারের সারপট্টি এলাকা থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
বিক্ষোভ মিছিল শেষে ধুনট বাজারের চারমাথা ফলপট্টি এলাকায় পথ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন, ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজা রিমান, ছাত্রলীগ নেতা হাসান মাহমুদ রাব্বি, সোহানূর রহমান, সজিব ইসলাম, মিশন তালুকদার, লাবনী, সোহানুর রহমান লিমন, সুলতান কাজী, আল-আমিন, নাঈম ইসলাম, মানিক ইসলাম, ওয়াসিম, সোহেল রানা, সবুজ, সম্রাট, সম্রাট, মাসুম তরফদার, আসিফ সরকার, রুমন, ফরহাদ প্রমুখ।