ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষে ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ধুনট বাজারের বটতলা এলাকায় ধুনট পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কামরুল হাসানের সভাপতিত্বে ও রকিবুল হাসান বিদ্যুতের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র প্রার্থী টিআইএম নূরুন্নবী তারিক, বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ ওপেল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক আনোয়ার পারভেজ, সদস্য সামস্ উল আলম জয়,
ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভাপতি শফিকুল ইসলাম, প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহসীন আলম, বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, সাইফুল ইসলাম, রবিউল আউয়াল, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনীল নাহার, দফতর সম্পাদক আফছার আলী, সহদফতর সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী পোদ্দার, ধুনট উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান লাল মিয়া, ব্যবসায়ী আব্দুস সাত্তার ও সাচ্চু মল্লিক প্রমুখ।