স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা :
বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এজিএম বাদশাহ্ এর ‘জগ’ প্রতীকের নির্বাচনী প্রচারণা অংশ নেয়ার অভিযোগে ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মহসীন আলমকে বহিস্কার করা হয়েছে।
রবিবার (৩১ জানুয়ারি) রাতে ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনের স্বাক্ষরিত এক দলীয় পত্রে এতথ্য জানানো হয়েছে।
দলীয়পত্রে উল্লেখ করা হয়, ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মহসীন আলম ধুনট পৌরসভা নির্বাচনের শুরুতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী টিআইএম নূরুন্নবী তারিকের নির্বাচনী দুই-চারটা জনসভায় লোকদেখানো বক্তব্য দিলেও পরবর্তীতে তিনি প্রকশ্যে বিদ্রোহী প্রার্থীর পক্ষ প্রচারণায় অংশ নেয়। একারনে তাকে দল থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। পরবর্তীতে তাকে স্থায়ীভাবে বহিস্কারের জন্য জেলা ও কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হবে।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত ধুনট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিককে (নৌকা) ৬৭৪ ভোটের ব্যবধানে পরজিত করেন বিদ্রোহী প্রার্থী ধুনট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক (সদ্য বহিস্কৃত) এজিএম বাদশাহ্ (জগ)।