স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা :
বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মানকে কেন্দ্র করে দেশব্যাপী জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ ডিসেম্বর) বিকাল ৫টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমপি পুত্র প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি।
ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টুর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজী বুলেট, ওহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম ডলার, নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, খায়রুল ইসলাম জুয়েল,
সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন, শফিকুল ইসলাম, রেজাউল করিম, ফেরদৌস আলম, আতিকুর রহমান, প্রচার সম্পাদক সোহেল রানা, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম মুহিত চাঁন, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক মঈনুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক শাহাদৎ হোসেন, সহসম্পাদক সুজন শেখ, ফরহাদ হোসেন, পৌর যুবলীগের সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক চপল মাহমুদ, যুগ্ন সম্পাদক এসআর সাত্তার প্রমুখ।