ইমরান হোসেন ইমন, অনুসন্ধান বার্তা :
বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে ৩ হাজার ৯০৬ ভোট পেয়ে তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এজিএম বাদশাহ্ (জগ)।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিক (নৌকা) পেয়েছেন ৩ হাজার ২৩২ ভোট। এছাড়া অপর দুই প্রার্থীর মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী আলিমুদ্দিন হারুন মন্ডল (ধানের শীষ) ২ হাজার ২২৩ ভোট এবং কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী সাহা সন্তোষ পেয়েছেন ৬৮ ভোট।
ধুনট পৌরসভার মোট ভোটার ১১ হাজার ৭১৩ জন। তন্মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৯ হাজার ৫৪৮ জন। তার মধ্য থেকে বাতিল বলে গণ্য হয়েছে ১১৯ ভোট।
শনিবার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে ধুনট উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষে বে-সরকারকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলী।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান ও ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা।