ধুনট (বগুড়া) প্রতিনিধি :
বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল হাসান রিপু বলেছেন, উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা বিজয়ী করলেই পৌরসভার উন্নয়ন সম্ভব।
সোমবার (২৫ জানুয়ারি) রাত ১০ টার দিকে আসন্ন ধুনট পৌরসভা নির্বাচন উপলক্ষে জিঞ্জিরতলা গ্রামে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী টিআইএম নূরুন্নবী তারিকের নৌকা প্রতীকে ভোট চেয়ে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু সেই তুলনায় ধুনট পৌরসভায় কোন কাঙ্খিত উন্নয়ন হয়নি। তাই আসন্ন ধুনট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান তিনি।
জিঞ্জিরতলা সরকারি প্রার্থমিক বিদ্যালয় চত্বরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল মন্ডলের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন মেয়র প্রার্থী ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, সহ-সভাপতি গোলাম সোবাহান, শফিকুল ইসলাম, এমপি পুত্র প্রকৌশলী আসিফ ইকবাল সনি, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো, ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মহসীন আলম, বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, ভিপি সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক নাজনীল নাহার, ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি মেখ মতিউর রহমান, সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, খায়রুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারণ সম্পাদক আবু সালেহ্ স্বপন প্রমূখ।