স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা :
বগুড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫ তম জন্ম বার্ষিক উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারি) বাদ আছর বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও গাবতলী এলাকার সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বগুড়া পৌরসভার বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন,
বগুড়া জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, বগুড়া শহর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুল, যুগ্ম সম্পাদক সাইদুল কবির, বগুড়া শহর শ্রমিক দলের সভাপতি লিটন শেখ বাঘা, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, শ্রমিকদল নেতা ইমরান হোসেন সুলতান, মোশাররফ হোসেন স্বপন প্রমূখ।