স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়া পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা (ধানের শীষ) ৮২ হাজার ২১৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার
নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ জগ প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৯০ ভোট। রোববার রাত পৌণে ৯টায় রিটার্নিং কর্মকর্তা বগুড়া জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্ ফলাফল ঘোষণা করেন।
এর আগে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওবায়দুল হাসান ববির নৌকা প্রতীকে ২০ হাজার ৮৯ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল মতিন হাত পাখা প্রতীক নিয়ে ৬ হাজার ১৯১ ভোট পেয়েছেন।
প্রায় ৭০ বর্গ কিলোমিটার আয়তনের বগুড়া পৌরসভায় মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৮৭০জন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৪জন, ২১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩০ জন এবং ৭টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে আরও ৫০জন প্রার্থী।
রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ্ জানান, নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোটার তাদেও ভোটাধিকার প্রয়োগ করেছেন।