স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা, বগুড়া অফিস :
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বগুড়া জেলা যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বগুড়া শহরের টেম্পল রোডের দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে যুবলীগ ও ছাত্রলীগ বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।
বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন এবং জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাসের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ন সম্পাদক আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়,
বগুড়া জেলা যুবলীগের সাঃ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা আ’লীগ নেতা জাকির হোসেন নবাব, আবু সেলিম, সাইফুল ইসলাম বুলবুল, বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাজেদুর রহমান শাহিন, বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসিম কুমার রায়, যুবলীগ নেতা সৌরভ হাসান, তাঁতীলীগের সাধারণ সম্পাদক রাসেকুজ্জামান রাজন প্রমুখ।
প্রমুখ।