Read Time:1 Minute, 22 Second
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত নেতা এস.এম কামাল হোসেন শুক্রবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান হযরত শাহসুলতান বলখী মাহীসওয়ার (রঃ) এর মাজার জিয়ারত করেছেন।
এ সময় বগুড়া জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা নেতা শাহদাৎ হোসেন ঝুনু, আলরাজী জুয়েল, মাশরাফী হিরোসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুরে তিনি মহাস্থান এলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা আওয়ামী লীগের সদস্য শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।