Read Time:1 Minute, 25 Second
অনুসন্ধানবার্তা ডেস্ক :
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটের পৌর মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে মামলা গ্রহণ করেছেন আদালত। কিন্তু মামলা রেকর্ডভুক্ত (নথিভুক্ত) করা হয়নি। তবে আদালত ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের ওসিকে নির্দেশ দিয়েছেন।
রোববার (১৪ মার্চ) দুপুর ৩ টায় মামলাটির শুনানিতে বিচারক এস এম মোসলেউদ্দিন মিজান তা গ্রহণ করেন।
নোয়াখালী জেলা জজ আদালতের পিপি গুলজার আহমেদ জুয়েল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার (১৪ মার্চ) দুপুরে নিহত আলাউদ্দিনের ছোট ভাই এমদাদ হোসেন ওরফে রাজু বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
উল্লেখ্য, নোয়াখালীর কোম্পানীগঞ্জে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে সিএনজি চালক আলাউদ্দিনের মৃত্যুর ঘটনায় বসুরহাট পৌর মেয়র কাদের মির্জাকে আসামি করে হত্যা ওই মামলা দায়ের করা হয়।