এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুরুল আলম মোহন ও যুবলীগ নেতা জাকারিয়া খাঁন আদিল সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বগুড়ার কাহলু উপজেলা ছাত্রলীগের উদ্দ্যেগে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে বটতলায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা ছাত্রলীগের সভাপতি সৌগির আহম্মেদ রিতু।
সমবেশে বক্তব্য রাখেন, কাহালু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী টনি, সহ-সভাপতি প্রভাষক ইউসুফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য নুরেন বাক সিদ্দিকী রেন্টু যুবলীগ নেতা গোলাম, ছাত্রলীগনেতা এরশাদুল হক, মিনার রহমান, মেহেদী হাসান, সবুজ, বাবু, তামিম, নাঈম, হাসিব, পাপ্পু, তোফায়েল, রাসেল প্রমূখ ।