এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো ঃ মোশারফ হোসেন বলেছেন, যুব সমাজের সকল ভাল উদ্দ্যোগকে আমি স্বাগত জানাই। কারণ তারা বিপথে না গিয়ে খেলাধুলায় মনোযোগ দিয়েছে। আর এই যুব সমাজই পারে ঘুণে ধরা সমাজকে বিনির্মাণ করতে।
তিনি আরও বলেন, যুব সমাজ পারে নিজ এলাকা ঢেলে সাজাতে। সৃজনশীলতার সৃষ্টি করতে পারে যুব সমাজ। সৃজনশীল যুবকেরা আগামী দিনে নেতৃত্ব দেবে দেশ ও জাতির জন্য।
শুক্রবার (১৯ মার্চ) বিকেলে বগুড়ার কাহালুর কাইট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “বয়েজ অব কাইট” ক্লাবের ১ বছর পূর্তি উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাটনাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আনছার আলী প্রাং।
উক্ত অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান, কাহালু থানার সেকেন্ড অফিসার আবু শাহিন কাদির, কাহালু সদর ইউপি চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি এম বেলাল হোসেন, কাহালু পৌর বিএনপির আহবায়ক ও পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন বাদল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নেছার উদ্দিন, সাবেক আহবায়ক কাজী আব্দুর রশিদ, সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান, যুগ্ম আাহবায়ক আব্দুল মোমিন,
পৌর যুবদলের যুগ্ম আহবায়ক খোকন খান, শিলকওঁর আলিম মাদ্রাসার সভাপতি আবুল কালাম আজাদ তালুকদার, কাহালু পৌরসভার কাউন্সিলর ইব্রাহিম আলী, এস এম মোজাম্মেল হক মোজাম, উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম শহিদুল আলম সুলতান, কাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফ্ফর হোসেন, সমাজসেবক রেজাউল সরকার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন “বয়েজ অব কাইট” ক্লাবের সভাপতি মোস্তফা আমীর রেজওয়ান স্বাধীন।