রাশেদুল হক, শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
দ্বিতীয় ধাপে বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে নির্বাচন উপলক্ষে শেরপুর উপজেলা আওয়ামীলীগের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুস সাত্তারের সভাপতিত্বে উক্ত কর্মীসভা অনুষ্ঠিত হয়।
শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান।
বিশেষ অথিতির উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজি, শহর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মকবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড.ইলিয়াস উদ্দিন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টো, আজমী আরা পারভিন শান্তনা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভ প্রমূখ।