Read Time:1 Minute, 9 Second
অনুসন্ধান বার্তা ডেস্ক নিউজ :
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা আর নেই। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১টা ৩৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অপুর মা শেফালি বিশ্বাস।
জানা গেছে, অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস ব্রেইন স্টোক করলে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন, তার ফুসফুসে পানি জমেছে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অপু বিশ্বাসের সহকারী সজল এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ বগুড়ায় নিজ বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।