Read Time:1 Minute, 18 Second
অনুসন্ধান বার্তা ডেস্ক নিউজ :
‘ফ্যালেন’ নামের একটি ওয়েব সিরিজে কাজ শুরু করতে যাচ্ছেন বলিউডের অভিনেত্রী সোনাক্ষী সিনহা। চলতি বছরের ডিসেম্বরেই রাজস্থানে এর শুটিং শুরু হবে। এতে প্রধান চরিত্রে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছেন সোনাক্ষী এর শুটিং।
এই সিরিজে অন্যদের মধ্যে রয়েছেন গাল্লি বয় খ্যাত বিজয় ভার্মা, গুলশান দেওয়াইয়া, সোহুম শাহসহ আরো অনেকে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এক সপ্তাহের জন্য নির্মাতা রিমা কাগতি ৩৫ জন ক্রু নিয়ে রাজস্থান যাবেন। এ সময়সূচিতে, তিনি লকডাউনের সময়কালের কিছু অসমাপ্ত কাজ সমাপ্ত করার পরিকল্পনা করছেন। পরিস্থিতি কিছুটা আরো ভালো হলেই ‘ফ্যালেন’-এর শুটিংয়ে সোনাক্ষী সিনহা যোগ দেবেন।
সবকিছু ঠিকঠাকভাবে সময়মতো শেষ হলে ‘ফ্যালেন’ সিরিজটি সামনের বছর মাঝামাঝি সময়ে অবমুক্ত হবে।