স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা :
করোনাকালে প্রায় সাত মাস একাকী সময় কেটেছে জনপ্রিয় মডেল ও ফ্যাশন ডিজাইনার মৌ রহমানের। এরই মাঝে বৃহস্পতিবার ছিল তার জন্মদিন। জন্মদিনেও বাসাতে একাকী সময় কেটেছে মৌ রহমানের। বাবা-মা ও একমাত্র আদরের ছোট ভাইকে ছাড়া জন্মদিনের আনন্দ ছিল না তার মনে। তাই একা একা জন্মদিন পালন করতে হয়েছে তাকে।
বগুড়ার কণ্যা মৌ রহমান ২০১৭ সালে ফ্যাশন ডিজাইনে গ্রাজুয়েশন করেন। ২০১৮ সালের শেষ দিকে দ্য পেজেস ম্যাগাজিনের ফটোশুটের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন তিনি। এরই মধ্যে কয়েকটি মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনের কাজ করে দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন মডেল ও ফ্যাশন ডিজাইনার মৌ রহমান।
মৌ রহমান বলেন, করোনার জন্য বগুড়ার বাড়িতে যেতে পারিনি। ওখানে বাবা, মা ও ছোট ভাই আছেন। তাদের ছাড়া একা একা জন্মদিন পালন করতে হয়েছে। ফ্ল্যাটের বন্ধুরা কেক এনেছেন। শুভাকাঙ্খি ও ভক্তবৃন্দরা শুভেচ্ছাও জানিয়েছেন।
জন্মদিনে সকলের দোয়া ও ভালোবাসা চেয়েছেন জনপ্রিয় এই মডেল ও ফ্যাশন ডিজাইনার মৌ রহমান।