Read Time:1 Minute, 9 Second
অনুসন্ধান বার্তা ডেস্ক নিউজ :
উয়েফা ইউরোপা লিগে র্যাপিড ভিয়েনার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে আর্সেনাল। বৃহস্পতিবার ভিয়েনার মাঠে শুরু থেকে আক্রমণ আর প্রতিআক্রমণে খেলা জমে উঠে। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই টেক্সিয়ারসিস ফাউন্টাসের গোলে এগিয়ে যায় ভিয়েনা।
পিছিয়ে পড়া আর্সেনাল ঘুরে দাঁড়ায় ম্যাচের ৭০ মিনিটে। নিকোলাস পেপের ফ্রি কিক থেকে উড়ে আসা বলে ডেভিড লুইস হেড দিয়ে জালে জড়িয়ে সমতায় ফেরান।
৭৪ মিনিটের মাথায় পিয়েরে এমরিক আউবেমেয়াং গোল করে স্বস্তি দেন কোচ মাইকেল আর্তেতাকে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে ইউরোপা লিগের শুরুটা দারুণ করল আর্সেনাল।