Read Time:1 Minute, 15 Second
।।অনলাইন ডেস্ক।।
টি-টোয়েন্টির পালা শেষ। এবার ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ওয়ানডে লড়াইয়ের পালা। তিন ম্যাচ সিরিজের প্রথমটা কাল ম্যানচেস্টারে। টি-টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচ জিতেই সিরিজের দখল নিয়েছিলো ইংল্যান্ড। শেষটায় খেলেননি ক্যাপ্টেন মরগ্যান। ছিলেন না বাটলারও। সুযোগে শেষ ম্যাচ জিতে সিরিজটা ২-১ করেছে অস্ট্রেলিয়া।
টি-টোয়েন্টির সাথে দুই দলেরই ওয়ানডেতে খুব একটা পার্থক্য নাই। ইংল্যান্ডে ইনজুরি কাটিয়ে ওপেনিংয়ে ফিরছেন জ্যাসন রয়। মরগ্যান-বাটলারও খেলবেন। টি টোয়েন্টিতে না থাকা ক্রিস ওকস থাকবেন একাদশে।
অজিদের হয়ে ফিফটি ওভার ম্যাচে নিশ্চিতভাবেই খেলবেন মার্নাস লাবুশানে। এছাড়া শেষ টি-টোয়েন্টিতে না খেলা ওয়ার্নার-কামিন্সও ফিরছেন।